Jeeban Nodir Dhara: A Contemporary Bengali song composed and sung by Rajesh Datta
জীবন নদীর ধারা: সমকালীন বাংলা গান – কথা, সুর ও কণ্ঠশিল্পী: রাজেশ দত্ত। ২০০৯ সালের ১৬ জুলাই এই গানটি রচনা করে সাধারণ মোবাইল ফোনে রেকর্ড করা হয়।
জীবন নদীর ধারা
আল-বাঁধে বাঁধা পড়ে না।
উজানি নাওয়ের মাঝি
হাটের সওদা করে না।
বাতাস লেগেছে পালে,
দরিয়ায় ঢেউ তুলে
মাঝি নাও বেয়ে চলে –
বেলা শেষে ঘরে ফেরে না।
অকূল গাঙের টানে
ভাটিয়ালি গানে গানে,
কোথা যাবে কে বা জানে ?
তবু মাঝি হাল ছাড়ে না।।
কোন্ সে নদীর ঘাটে,
কোন্ সে গাঁয়ের বাটে
মাঝির আপন ভিটে
কোথা আছে মনে পড়ে না।
ঘাটের নোঙর ছিঁড়ে
ভেসে যায় ডিঙা দূরে।
উথাল পাথাল ঝড়ে
বুকের স্বপ্ন মরে না।।
হাটের পসরা ভরে
কত তরী পারে ভেড়ে।
দেখে না তো মাঝি ফিরে,
বেচাকেনায় মন ভরে না।
সাধ থাকে, আশা থাকে
প্রেম-ভালোবাসা থাকে।
বৈঠারও ভাষা থাকে,
কেউ তা বুঝতে পারে না।।– রাজেশ দত্ত, ১৬ জুলাই, ২০০৯।
******************
Lyrics, Composition and Vocalist: Rajesh Datta. The song was composed on 16 July, 2009. A gentle apology for poor audio quality of the song as it was recorded by means of an ordinary mobile.
Author: Rajesh Datta
Tags:
source
Comments
Post a Comment